05Jul2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Make a Difference Today

Your support can bring hope and relief to families affected by the July Revolution. Scan the QR code or use the phone number below to make an online transfer. Every contribution helps transform lives and honors the sacrifices made.

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

Uncategorized

শহীদ আবুল হোসেন | July Shaheed Smrity Foundation

শহীদ আবুল হোসেন—স্ত্রী মোসাঃ নাসিমা আক্তারের জীবনসঙ্গী এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। ১৯ জুলাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। তার মৃত্যুর পর তার পরিবার এক কঠিন সংগ্রামের মধ্যে পড়েছে, যেখানে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী, সন্তান এবং শাশুড়ি আজ অসহায় দিন কাটাচ্ছেন। আবুল হোসেনের আত্মত্যাগ আমাদের সংগ্রামে সাহস এবং দায়বদ্ধতার প্রেরণা হয়ে থাকবে। Shaheed Abul Hossain — the life partner of Mrs. Nasima Akhter and the sole breadwinner of his family. On July 19, he was shot and martyred in the Signboard area of Narayanganj. After his death, his family has fallen into a difficult struggle, as he was the only earning member. His wife, child, and mother-in-law are now living in helplessness. Abul Hossain’s sacrifice will forever serve as a source of courage and responsibility in our struggle. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

শহীদ আব্দুল্লাহ কবির | July Shaheed Smrity Foundation

শহীদ আব্দুল্লাহ কবির — স্ত্রী আফসানা আক্তারের জীবনসঙ্গী এবং মানবতার এক নিঃস্বার্থ সৈনিক। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আন্দোলনরত ছাত্রদের সাহায্য করতেন। কেউ আহত হলে তিনি ভ্যান বা রিকশায় করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতেন। ৪ই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আব্দুল্লাহ কবির। হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আত্মত্যাগ আমাদের সহমর্মিতা ও সাহসের পথ দেখায়। Shaheed Abdullah Kabir—husband of Afsana Akter and a selfless warrior of humanity. At Mirpur 10 Circle, he used to help the protesting students. Whenever anyone was injured, he would rush them to the hospital using a van or rickshaw. On August 4th, Abdullah Kabir was shot during the movement and became a martyr. He took his last breath on the way to the hospital. His sacrifice continues to inspire us with compassion and courage. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

শহীদ আব্দুল কাইয়ুম আহাদ | July Shaheed Smrity Foundation

শহীদ আব্দুল কাইয়ুম আহাদ — নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সাহসী সন্তান। পিতা মোঃ আলাউদ্দিনের আদরের ছেলে আহাদ। দেশের ন্যায়সংগত অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিয়ে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। আহাদের এই আত্মত্যাগ আমাদের সকলের ন্যায়ের সংগ্রামে চিরকাল সাহস ও প্রেরণার বাতিঘর হয়ে থাকবে। Shaheed Abdul Kaiyum Ahad — a brave son of Begumganj Thana, Noakhali district. The beloved son of Md. Alauddin, Ahad gave his life in the fight for justice. He was shot and martyred during a protest in Jatrabari, Dhaka. Ahad’s sacrifice will forever be a beacon of courage and inspiration in our struggle for justice. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

শহীদ মোঃ ইউসুফ | July Shaheed Smrity Foundation

শহীদ মোঃ ইউসুফ—পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। ৫ই আগস্ট দেশের বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হন তিনি। ইউসুফের এই আত্মত্যাগ শুধু তার পরিবার নয়, পুরো জাতির হৃদয়ে গভীর শোক ও শ্রদ্ধার স্থান করে নিয়েছে। তাঁর সাহস ও আত্মত্যাগ আমাদের ন্যায়ের পথে এগিয়ে চলার চিরন্তন অনুপ্রেরণা। Shaheed Md. Yusuf—the sole breadwinner of his family. On August 5th, he was martyred while fighting against injustice and inequality in the country. Yusuf’s sacrifice has left a deep mark of grief and respect not only in his family’s heart but in the hearts of the entire nation. His courage and sacrifice will remain an eternal source of inspiration in our pursuit of justice. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising

শহীদ মোঃ ইমতিয়াজ হোসেন | July Shaheed Smrity Foundation

শহীদ মোঃ ইমতিয়াজ হোসেন—নোয়াখালী জেলার চাটখিলের এক সাহসী সন্তান। পিতা হাবিবুর রহমানের ছোট ছেলে ইমতিয়াজ আন্দোলনের শুরু থেকেই জুলাই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন। একটি চাকরি করতেন তিনি, পাশাপাশি লড়তেন ন্যায়ের পক্ষে। ৫ই আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়ে চাটখিল এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ইমতিয়াজের আত্মত্যাগ আমাদের সংগ্রামে চিরকাল সাহস ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

Shaheed Md. Imtiaz Hossain—a brave son of Chatkhil, Noakhali district. The youngest son of Habibur Rahman, Imtiaz was involved in the July uprising movement from the very beginning. While working a job, he also stood firmly for justice. On August 5th, he was martyred after being shot during a victory rally in Chatkhil. Imtiaz’s sacrifice will forever remain a source of courage and inspiration in our struggle for justice. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution #julygonoovvuthan #justiceforjulymartyrs #studentprotest #julyaugustuprising #julyheroes

শহীদ রবিন মিয়া | July Shaheed Smrity Foundation

শহীদ রবিন মিয়া— জেলা কুমিল্লা। রবিন মিয়া দুই সন্তানের বাবা। ১১টা দিকে আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হন রবিন। দুপুর ২টার দিকে স্ত্রী জানতে পারেন, যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের হাতে ফিরে আসে রবিন মিয়ার নিথর দেহ। রবিনকে হারিয়ে তার পরিবার আজ দিশেহারা। স্ত্রী দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার দ্বারপ্রান্তে।

তবু রবিনের আত্মত্যাগ চিরকাল আমাদের লড়াইয়ে সাহস জোগাবে।

Shaheed Robin Mia—District: Comilla. Robin Mia was the father of two children. Around 11 AM, he left home to join the movement. By 2 PM, his wife learned that he had been shot in front of Jatrabari Police Station. Later, his lifeless body was recovered by his family from Dhaka Medical College Hospital. Losing Robin has left his family devastated. His wife now stands on the edge of uncertainty with their two children.

Yet, Robin’s sacrifice will forever inspire us in our struggle.

#julyshaheedsmrityfoundation#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24#JulyHeroes#JusticeForJulyRevolution#julygonoovvuthan#justiceforjulymartyrs#studentprotest#julyaugustuprising

শহীদ সাব্বির | July Shaheed Smrity Foundation

শহীদ সাব্বির—বাবা-মায়ের একমাত্র সন্তান, সৎ, নীতিবান ও দেশপ্রেমিক এক তরুণ। বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি।

সাব্বিরের মতো সাহসী সন্তানের আত্মত্যাগ আমাদের ন্যায়ের সংগ্রামে অনন্ত প্রেরণা হয়ে থাকবে।

Shaheed Sabbir—the only child of his parents, an honest, principled, and patriotic young man. He was martyred after being shot while participating in the anti-discrimination July uprising.

The sacrifice of a brave soul like Sabbir will forever inspire us in our fight for justice.

#julyshaheedsmrityfoundation#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24#JulyHeroes#JusticeForJulyRevolution#julygonoovvuthan#justiceforjulymartyrs#studentprotest#julyaugustuprising

শহীদ কামরুল ইসলাম | July Shaheed Smrity Foundation

শহীদ কামরুল ইসলাম—ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোরনগর গ্রামের বাড়ি। ঢাকা মিরপুরে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। তাঁর আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামে আমাদের পথপ্রদর্শক হবে। শহীদের রক্ত বৃথা যেতে পারে না—আমরা লড়বো, আমরা জিতবো!

Shahid Kamrul Islam was from Goronagar village in Nabinagar Thana, Brahmanbaria district. He was shot and martyred in Mirpur, Dhaka. His sacrifice will remain our inspiration and guide us in the struggle for justice against injustice. The blood of a martyr cannot go in vain—we will fight, we will win!

#julyshaheedsmrityfoundation

#chiefadviser#Bangladesh#JulyRevolution#rebuildBangladesh#jssf24#JulyHeroes#JusticeForJulyRevolution#julygonoovvuthan#justiceforjulymartyrs#studentprotest#julyaugustuprising

শহীদ আবু জাফর | July Shaheed Smrity Foundation

শহীদ আবু জাফর। ১৮ জুলাই সায়েদাবাদ গোলাপবাগে কমিউনিটি সেন্টারের সামনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর তার পরিবার গভীর শোকে ডুবে যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আবু জাফর। তিন সন্তান নিয়ে আজ তার স্ত্রী চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। জীবিকার তাগিদে সংগ্রাম করছেন, কিন্তু স্বামীর অনুপস্থিতিতে পরিবার চালানো তার জন্য হয়ে উঠেছে দুঃসাধ্য। তবুও দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য তিনি গর্ববোধ করেন। আবু জাফরের মতো হাজারো শহীদের আত্মত্যাগ, দেশের প্রতি তাদের ভালোবাসা এবং জীবন দেওয়ার নির্ভীকতা—এরই ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ তাদের চিরকাল মনে রাখবে। Martyr Abu Jafar. On July 18, Martyr Abu Jafar was shot and killed by the police in front of a community center in Saydabad Golapbagh during an anti-fascist movement. His death left his family in deep mourning. Abu Jafar was the sole breadwinner of his family. Today, his wife is struggling in extreme hardship, trying to survive with their three children. She is fighting to make ends meet, but running the family without her husband has become an unbearable challenge. Yet, she takes pride in the fact that her husband sacrificed his life for the nation. The sacrifice, bravery, and unwavering love for the country shown by Abu Jafar and thousands of other martyrs have paved the way for the independent Bangladesh we have today. Bangladesh will remember them forever. #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #JulyHeroes #JusticeForJulyRevolution

বিশ্ব নারী দিবস | July Shaheed Smrity Foundation

নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা। আজ ৮ই মার্চ, বিশ্ব নারী দিবসে স্মরণ করি সকল বিপ্লবী নারীদের প্রতি যারা অন্যায়কে প্রতিহত করতে সামনে এগিয়ে এসেছেন। তারা শুধু ঘর গড়ে না, সমাজ, দেশ, ও ভবিষ্যৎ ও গড়ে তোলে। সম্মান, মর্যাদা, ও সমান সুযোগ পাওয়ার অধিকার নারীদের প্রাপ্য—শুধু আজ নয়, প্রতিদিন! আসুন, আমরা নারীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের পাশে দাঁড়াই। তাদের কণ্ঠস্বর হোক শক্তিশালী, তাদের পথ হোক বাধাহীন!

#RespectWomenEveryday #নারী_শক্তি_নারী_সম্মান #EmpowerHer #BreakTheBias #HappyWomensDay #julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24 #julyaugustuprise #bangladeshstudent #julygonoovvuthan #studentprotest