শহীদ আব্দুল্লাহ আল তাহির — মাতা মোছা: শিরিনা বেগমের আদরের সন্তান। ১৮ জুলাই সারাদিন আন্দোলনে থেকে ১৯ জুলাই সকালে মাকে বলেছিলেন—“আমাকে আটকিও না, সৈরাচারকে হটাতেই হবে।” সেদিন বিকেল ৫টায় তার পেটে গুলি লাগে যা পিঠ দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালে নিয়ে অপারেশন ও আইসিইউতে চিকিৎসা দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি—তিনি শহীদ হন। মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সারাজীবন পাশে থাকার, কিন্তু অঙ্গীকার পূর্ণ হলো না। শহীদ তাহিরের ত্যাগ আমাদের শেখায়—মায়ের বুকের সন্তানও দেশের জন্য রক্ত দিতে পিছপা হয় না।
Shaheed Abdullah Al Tahir — beloved son of Mosha Shirina Begum. On July 19, after telling his mother, “Don’t stop me, the tyrant must be overthrown,” he joined the protest. At 5 PM, a bullet pierced his stomach and exited through his back. Despite surgery and ICU care, he embraced martyrdom. He had promised his mother to stay by her side forever, but fate took him away too soon. His sacrifice stands as a powerful reminder that even a mother’s dearest son does not hesitate to give his life for the nation.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০