04Sep2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

তন্ময় – জুলাই এর একজন সংগ্রামী

জুলাই-আগস্টের দাবদাহে যখন গোটা বাংলাদেশ জেগে উঠেছিল—লাখো মানুষ একসাথে রাজপথে নেমে এসেছিল নিজেদের অধিকার, মর্যাদা, ও ভবিষ্যতের জন্য—তখন সেই ঢলের অংশ ছিলেন একদম প্রান্তিক মানুষগুলোও। তাদের মাঝে ছিলেন রিকশাচালকেরাও, যাদের জীবন সংগ্রাম প্রতিদিনের। মোঃ তন্ময়, একজন রিকশাচালক। পেশায় সাধারণ, কিন্তু মনেপ্রাণে একজন সংগ্রামী। তিনি চাইলে চুপ করে থাকতে পারতেন। নিজেকে আলাদা রাখতে পারতেন। কিন্তু তিনি রাস্তায় নেমেছিলেন। জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন। সঠিকের পক্ষে আওয়াজ তুলেছিলেন। ইতিহাসের অংশ হতে চেয়েছিলেন। এই আন্দোলন কেবল কিছু মানুষের নয়—এটি আমাদের সবার। আর তন্ময় ভাইয়ের মতো মানুষেরাই এই আন্দোলনের প্রাণ। আমরা আপনাকে দেখেছি। আমরা আপনাকে শ্রদ্ধা করি। আমরা আপনাকে সম্মান জানাই। আপনারাও এই আন্দোলনের অগ্রভাগে। এই সংগ্রাম আপনারও। এবং আমরা আপনাকে মনে রাখবো। In the scorching heat of July and August, the people of Bangladesh rose—together, united, and unstoppable. They took to the streets, demanding justice, dignity, and a better future. And in that sea of voices, among students, workers, and ordinary citizens, stood those whose struggles often go unnoticed—our rickshaw pullers. Md. Tonmoy is one of them. A rickshaw puller by profession, but a fighter by heart. He didn’t have to be there. He could have stayed in the background. But he chose to stand with the people, to raise his voice for what’s right, to become part of history. This movement belongs to all of us—not just the leaders or the loudest voices, but also to those like Tonmoy, who carried the weight of both their lives and their ideals. We see you. We respect you. We honor you. You are the soul of this movement. This is your fight too. And we will remember.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন:

👉 https://jssfbd.com/donation/

📞 হটলাইন: ১৬০০০

#JulyRevolution #JusticeForJulyRevolution #julyaugustuprising #Bangladesh #studentprotest #julyjuddha #chiefadviser #justiceforjulymartyrs #julygonoovvuthan #julyaugustuprise #RebuildBangladesh #JulyShaheedSmrityFoundation #bangladeshstudent #RememberTheBrave #JulyUprising #julyshaheedsmrityfoundation #rebuildBangladesh #oneyearofjuly #oneyearofuprise