05Sep2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

জুলাই বীর শহীদ সাগর রহমান | July Shaheed Smrity Foundation

জুলাই বীর শহীদ সাগর রহমান—শৈশব থেকে নানির আঁচলে মানুষ, আজ সেই নানির বুক ফেটে যায় বিশ্বাস করতে গিয়ে যে সাগর আর নেই। ৫ আগস্ট পুলিশের নৃশংস গুলিতে শহীদ সাগরের জীবন থেমে যায়। মায়ের মানসিক ভারসাম্য ভেঙে গেছে, পরিবার আজ দুঃখে পাগলপ্রায়। যে সন্তানের জন্য এক মা আর এক নানি সারাটি জীবন লড়েছেন, সেই সন্তানকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই শূন্যতার আর্তনাদ শুধু এক পরিবারের নয়—এটা পুরো জাতির বুক বিদীর্ণ করে। আমরা শপথ নিই—রক্তের দামে অর্জিত এই দেশ আর কখনো স্বৈরাচারের হাতে সঁপে দেব না। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো নানি তাঁর স্নেহের সন্তান হারিয়ে দুঃখে ভেঙে না পড়েন। শহীদদের ত্যাগ আমাদের শিরায় শিরায় প্রবাহিত আগুন হয়ে থাকবে—তাদের সম্মানের শপথে, তাদের রক্তের দায়ে আমরা স্বাধীনতাকে আগলে রাখব চিরকাল।

Shaheed Sagor Rahman—raised in his grandmother’s arms since childhood. Today, that very grandmother breaks down, unable to believe that Sagor is no more. On 5th August, his life was cut short by the brutal bullets of the police. His mother has lost her mental balance, the family is devastated, drowning in unbearable grief. The child for whom a mother and a grandmother gave their entire lives was unjustly snatched away. This cry of emptiness is not only one family’s sorrow—it pierces through the heart of an entire nation. We take an oath—this country, earned with the price of blood, will never again be handed over to tyranny. No mother’s heart should be emptied again, no grandmother should ever collapse in grief after losing her beloved grandchild. The sacrifices of the martyrs will burn like fire in our veins. In their honor, in the debt of their blood, we shall protect this freedom forever.

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন: 👉 https://jssfbd.com/donation/

📞 হটলাইন: ১৬০০০

#JulyRevolution #JusticeForJulyMartyrs #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #julyshaheedsmrityfoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist