15Jul2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ | July Shaheed Smrity Foundation

শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ, বি.এফ. শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, ছিলেন আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী। ১৮ জুলাই তিনি রাবার বুলেটের আঘাত পান, তবে পরিবারের কাউকে জানাননি। ১৯ জুলাই মিরপুর ১০-এ আন্দোলনের সময় আহত হয়ে বাসায় ফিরে আসেন। তার মা তাকে আন্দোলনে যেতে নিষেধ করলে, তিনি বলেন, *”অনেক ছেলে তাদের মায়েদের জন্য যেতে পারছে না, আমি তো যেতে পারছি!”* ৩ আগস্ট আবার আন্দোলনে যোগ দেন, এবার তার মা-ও সঙ্গে ছিলেন। ৪ আগস্ট দুপুরে খাবার শেষে বাসা থেকে বেরিয়ে যান। পরিবারের সঙ্গে শেষ কথোপকথনের পর আর ফোন ধরেননি। পরে তার বন্ধুদের মাধ্যমে ইসলামিয়াহ ব্যাংক হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাওয়া গেছেন। আহনাফের আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা হয়ে থাকবে।

Shaheed Shafiquddin Ahmed Ahnaf, a student of the 11th grade at BAF Shaheen College, was an active participant in the movement. On July 18, he was hit by a rubber bullet but did not inform his family. On July 19, he was injured again during the protests at Mirpur 10 and returned home. When his mother asked him not to join the movement, he responded, *”Many boys cannot go because of their mothers, but I can!”* On August 3, he joined the movement again, this time with his mother. On August 4, after having lunch, he left home. After his last conversation with his family, he did not answer his phone. Later, through his friends, it was discovered at Islami Bank Hospital that he was found in the morgue of Shaheed Suhrawardy Hospital. Ahnaf’s sacrifice will remain an eternal inspiration for us.

#julyshaheedsmrityfoundation #chiefadviser #Bangladesh #JulyRevolution #rebuildBangladesh #jssf24