শত বাধা পেরিয়ে, শত ঝঞ্ঝা অতিক্রম করে আমরা পেয়েছি এই স্বাধীনতা। নির্বিচারে পুলিশের গুলি, সন্ত্রাসী বাহিনীর হামলা, অত্যাচার—কিছুই দমন করতে পারেনি একটি জাগ্রত জাতিকে। শক্ত হাতে দমনের প্রতিশ্রুতি আর মাথা নত করানোর চেষ্টাকে পিছনে ফেলে, মানুষের অচঞ্চল মন থেকে উঠে এসেছিল বিপ্লবের সুর। জুলাইয়ের সেই ভয়ানক দিনগুলো আমাদের মনে করিয়ে দেয়—স্বাধীনতার মূল্য কত বড়। তবুও, উত্তাল মানুষের অন্তরে ভয়কে জয় করে, শত বাধা পেরিয়ে তারা রুখে দাঁড়িয়েছিল। তারা স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশের—একটি মানবতাবাদী, সংহতিনির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের। এই স্বাধীনতা তার প্রথম প্রতীক।
Overcoming countless obstacles and storms, we have earned this freedom. Indiscriminate police shootings, attacks by militant forces, and relentless oppression—nothing could suppress an awakened nation. Pledges of brutal suppression and efforts to force submission were cast aside as the unshakable will of the people gave rise to the song of revolution. Those terrifying days of July remind us of the immense price of freedom. Yet, defying fear and facing every barrier, the people stood tall. They dreamed of a new Bangladesh—a nation built on humanity, solidarity, and justice. This freedom is the first symbol of that dream.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
#JulyRevolution #JusticeForJulyMartyrs #ShaheedSiam #ShaheedJashim #July17 #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #julyshaheedsmrityfoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist