10Sep2025
COVID-19 Big Hearts Policy Update Calling All Climate Champions To Apply

Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক | July Shaheed Smrity Foundation

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়ে উঠেছিলেন প্রতিবাদের অগ্রসৈনিক। যাদের নিয়ে অনেক সময় সমাজে ভুল ধারণা ছিল—বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে অনাগ্রহী কিংবা সুবিধাবাদী—তারা সেই সব ধারণাকে ভেঙে চুরমার করে দেন তাঁদের সাহস, সচেতনতা ও দৃপ্ত অবস্থান দিয়ে। তাঁরা দেখিয়ে দিয়েছেন, পরিবর্তনের দায় কেবল সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নয়—বরং সমাজের প্রতিটি সচেতন নাগরিকের। এই শিক্ষার্থীরা ছিলেন সেই প্রজন্ম, যারা ক্যাম্পাসের দেয়াল পেরিয়ে, নিজেদের আরামের বলয় ছেড়ে রাস্তায় দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। যেখানেই অন্যায়, সেখানেই প্রতিরোধ—এই মন্ত্রকে হৃদয়ে ধারণ করে তাঁরা ঝাঁপিয়ে পড়েছেন রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে। রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, ইন্টারনেট বন্ধ, গুলি, গ্রেফতার—কোনো কিছুই তাঁদের থামাতে পারেনি। তাঁদের সাহস ছিল সত্যের পক্ষে, তাঁদের জেদ ছিল ন্যায়ের পক্ষে। তাঁরা জানতেন, একটি প্রজন্মের আত্মমর্যাদার লড়াই কেবল নিজেদের জন্য নয়—পরবর্তী প্রজন্মের জন্যও একটি ন্যায্য সমাজ নির্মাণের প্রয়াস। তাঁদের নেতৃত্ব, সংহতি, কণ্ঠস্বর এবং আত্মত্যাগ এই আন্দোলনের গতি, ছন্দ ও বিস্তারকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। আন্দোলনের প্রতিটি ব্যানার, প্ল্যাকার্ড আর মিছিলের পেছনে ছিল এই তরুণ হৃদয়গুলোর স্পন্দন। তাঁদের রক্তে, ঘামে ও চোখের জলে লেখা হয়েছে একটি জাতির জাগরণের নতুন অধ্যায়। এই ইতিহাস তাঁদের ভুলবে না। আমরা ভুলবো না। তাঁদের আত্মত্যাগ, তাঁদের সাহস, তাঁদের অবদানের কথা প্রজন্ম থেকে প্রজন্মে বলতেই হবে—কারণ তাঁরা কেবল আন্দোলনের অংশ ছিলেন না, তাঁরা ছিলেন এই বিপ্লবের অনুপ্রেরণা।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:

👉 https://jssfbd.com/donation/

📞 হটলাইন: ১৬০০০

#JulyRevolution #JusticeForJulyMartyrs #ShaheedSiam #ShaheedJashim #July17 #StudentResistance #BangladeshUprising #NeverForgetTheBrave #RebuildBangladesh #OneYearOfResistance #julyshaheedsmrityfoundation #RiseWithThem #JulyUprising #JulyHeroes #WeRememberWeResist