২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দাঁড়িয়ে ছিল এক নতুন পৃথিবীতে। এটি ছিল বিজয়ের মুহূর্ত, কিন্তু সেই বিজয়ের সঙ্গে ছিল গভীর বেদনা। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অজস্র জীবন হারানো—শত শত শহীদ এবং হাজার হাজার আহত যোদ্ধা, যাদের শরীর আর মন চিরকাল আঁকড়ে রাখবে সেই লড়াইয়ের চিহ্ন। এই শহীদরা, তাদের অধিকাংশই তরুণ, এক অমানবিক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল কেবল নিজেদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আর মুক্তির অদম্য আকাঙ্ক্ষা নিয়ে।
এই বিজয় শুধুমাত্র আনন্দের নয়, বরং এটি এক দুঃখভারী উপলব্ধি যে, স্বাধীনতার দাম অনেক বেশি। শহীদদের নাম, যারা চিরকাল বাংলাদেশের হৃদয়ে অমর হয়ে থাকবে, তাদের ত্যাগ অমূল্য। জুলাই মাসের যোদ্ধাদের যারা তাদের জীবন দিয়ে, বা আহত হয়ে যুদ্ধের সাক্ষী হয়ে থাকলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ জন মাননীয় উপদেষ্টা, সচিব, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কামাল আকবর। তাদের সাহস, তাদের আত্মত্যাগ, তাদের রক্ত বাংলাদেশকে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে এসেছে। এই বিজয় শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত নয়—এটি বাংলাদেশের অটুট চেতনা, শক্তি আর দৃঢ়তার এক জীবন্ত সাক্ষী।
আমরা তাদের পরিবারের সঙ্গে শোক প্রকাশ করি যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তবে আমরা গর্বিত, কারণ তাদের ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ।
On August 5th, 2024, Bangladesh stood tall, having freed itself from the grip of fascism. It was a moment of triumph, but also one of profound sorrow. The victory, however, came at an unimaginable cost—1,000 lives lost and tens of thousands more shattered, their bodies and spirits scarred from the relentless fight. These heroes, many of them young, stood against an oppressive force with nothing but their love for their land and their unyielding will to break free.
The day of victory was not just a celebration, but a bittersweet reflection of the price of freedom. The martyrs, whose names will forever be etched in the heart of this nation, gave everything. The brave souls who fought in July, and whose lives are forever altered, are not forgotten. Across Bangladesh, in every corner, people gathered to honor the fallen, to share in the grief and the triumph, and to vow that the sacrifices made would never be in vain. Among those present were three honorable advisors, secretaries, families of martyrs, and wounded July fighters. The event was also graced by the presence of Mr. Kamal Akbar, CEO of the July Shaheed Smrity Foundation. Their memories, their courage, and their blood have woven the very fabric of this country’s freedom. This victory is not just a historical moment—it is a living testament to the resilience, the strength, and the undying spirit of Bangladesh.
We mourn with the families who lost everything, but we also stand proud, knowing that their sacrifice has given birth to a new era of hope. For this freedom, we will forever remain grateful.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০