“জুলাই শহীদ স্মৃতি বৃত্তি” চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যা জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর প্রদান করা হবে। এই বৃত্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২,০৪০ জন শিক্ষার্থী এই বৃত্তির সুবিধা পাচ্ছেন। দেশের প্রায় সোয়া দুই হাজার কলেজ এবং ৪০ লাখ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে জুলাই অভ্যুত্থানে শহীদ ৩২ জন শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার বিশাল ভূমিকা রয়েছে; সমাজে বৈষম্য দূরীকরণ ও সমতা আনয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে সকল স্তরের মানুষ জ্ঞান, ন্যায় ও নৈতিকতার চর্চায় অংশ নিতে পারে।”
The National University has launched the “Martyr July Memorial Scholarship” to honor the role of youth in the historic July Uprising. This annual scholarship offers one-time financial assistance to meritorious undergraduate and postgraduate students from affiliated colleges, especially those who are underprivileged, marginalized, or have special needs. In 2025, 2,040 students from 725 institutions will receive the award. Dedicated to the memory of 32 martyred students, the initiative reflects the university’s commitment to equity in education. At the award ceremony, Education Advisor C.R. Abrar said, “Education is vital to building a new Bangladesh. It is the key to ending inequality and promoting justice.” He emphasized creating an inclusive system rooted in knowledge, fairness, and moral values.
ডোনেট করতে ভিজিট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
