সম্মান জানাই আন্দোলনের অগ্রসেনানীদের
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন সামনের সারিতে — সাহসী, অনড়, অদম্য।
তাঁরা রাস্তা রুদ্ধ করেছেন, ভেঙেছেন বাধা — জ্বালিয়েছেন প্রতিরোধের আগুন।
এই ১৪ জুলাই, আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই, এবং আবার জেগে উঠি — তাঁদের সঙ্গে, তাঁদের জন্য।
তাঁদের গর্জন এখনও প্রতিধ্বনিত হচ্ছে। আর এই গল্প শেষ হয়নি।
July Women’s Day | Honoring the Frontliners of the Uprising
In the July–August Uprising of 2024, it was the women who stood at the frontlines — fearless, unyielding, and unstoppable.
They blocked roads, broke barriers — and lit the fire of resistance across the nation.
This July 14, we remember, we honor, we rise — with them, for them.
Their roar still echoes. And it’s not over yet.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করতে ভিজিট করুন:
👉 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০
